Sealdah Local Train Service Update: মূল সিগন্যাল লাল হলেও এগোচ্ছে লোকাল ট্রেন! শিয়ালদায় বিপদের শঙ্কায় নিত্যযাত্রীরা
Updated: 03 May 2024, 08:02 AM ISTমূল সিগন্যাল লাল, তবে গড়াচ্ছে লোকাল ট্রেনের চাকা! এই ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তা নিয়ে উদ্বেগে আছেন নিত্যযাত্রীরা। কারণ রোজ যারা লোকাল ট্রেনে যাতায়ত করেন, তাঁদের নজরে বিষয়টি পড়েছে। এদিকে এই গোটা বিষয়টি নিয়ে অসন্তুষ্ট রেলকমীদের একাংশ।
পরবর্তী ফটো গ্যালারি