ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের কাজ খতিয়ে দেখলেন মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) অরুণ অরোরা। শেষ মুহূর্তের কাজ কীভাবে এগোচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন। সেই পরিদর্শনের মধ্যেই শিয়ালদহ মেট্রোর একাধিক নয়া ছবি সামনে এসেছে। দেখে নিন সেই ছবি -
1/11বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশনের কাজ খতিয়ে দেখলেন মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) অরুণ অরোরা। শেষ মুহূর্তের কাজ কীভাবে এগোচ্ছে, তা খতিয়ে দেখেন তিনি।
2/11পরিদর্শনের সময় ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এবং মেট্রো রেলের আধিকারিকরা।
3/11লিফট, এসক্যালেটর, স্টেশন কন্ট্রোল রুম এবং যাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন মেট্রোর জেনারেল ম্যানেজার।
4/11মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনের প্রস্তুতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেনারেল ম্যানেজার।
5/11বুধবার কমিশনার অফ রেলওয়ে সেফটির সঙ্গে বৈঠক করেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম)। তারপর আজ নিজেই পরিদর্শনে আসেন।
6/11গত মাসে (১৭ এবং ১৮ মার্চ) শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান। সেইসময় একাধিক কাজে ত্রুটি ধরা পড়েছিল। এক মাস কেটে গেলেও পুরোপুরিভাবে সেই কাজ শেষ হয়নি। স্বভাবতই পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো যায়নি।
7/11সূত্রের খবর, সেই দীর্ঘসূত্রতার জেরে বুধবার মেট্রো ভবনের বৈঠকে বিরক্তি আলোচনা করেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার।
8/11সূত্রের খবর, কী কী কাজ এখনও বাকি আছে, তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছিলেন।
9/11মেট্রো আধিকারিকদের বক্তব্য, আপাতত যা পরিস্থিতি, তাতে পুরো কাজ শেষ করে অত্যন্ত দ্রুত রিপোর্ট পাঠালেও চলতি মাসে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হওয়ার বিষয়টি দুষ্কর।
10/11তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শীঘ্রই পরিষেবা শুরু হবে।
11/11এমনিতে প্রথমদিকে পয়লা জানুয়ারি উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তারপর পিছিয়ে করা হয়েছিল পয়লা বৈশাখ।