চলতি বছরের শুরু থেকেই দিন ভালো যাচ্ছে না আদানির। প্রথমে হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্ট। তার জেরে শেয়ারবাজারে ধস। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেবির তদন্ত। এরই মাঝে দাবি করা হয়েছে, সেবি নাকি ২০১৬ সাল থেকেই আদানির বিরুদ্ধে তদন্ত করে চলেছে।
1/5সম্প্রতি দাবি করা হচ্ছিল যে সেবি সম্ভবত সুপ্রিম কোর্টের নির্দেশের বহু আগে থেকেই আদানির বিরুদ্ধে তদন্ত করছে। অভিযোগ করা হয়, সেই ২০১৬ সাল থেকেই সেবি তদন্ত করছে আদানির বিরুদ্ধে। এই আবহে আজকে সুপ্রিম কোর্টে সেবি আসল তথ্যটা জানাল। পাশাপাশি সেবি 'সতর্ক' করেছে, আদানি ইস্যুতে অসমাপ্ত তদন্ত খুব বিপজ্জনক হবে পারে। (MINT_PRINT)
2/5উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) সুপ্রিম কোর্টে অনুরোধপত্র দাখিল করে আদানি তদন্তের জন্য আরও ৬ মাসের সময়সীমা চায়। তবে সুপ্রিম কোর্ট জানায়, আরও তিন মাস দেওয়া যেতে পারে তদন্তের জন্য। সেই সংক্রান্ত শুনানি হয় আজ। সেখানেই আদানি তদন্ত নিয়ে মুখ খোলে সেবি। তারা শীর্ষ আদালতে জানায়, আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত এবং অফশোর সংস্থাগুলির সঙ্গে জড়িত জটিল লেনদেনের বিষয়গুলি ঠিক ভাবে খতিয়ে দেখতে সময় লাগবে। (MINT_PRINT)
3/5সুপ্রিম কোর্টে আজ সেবি জানায়, মোট ১১টি দেশের তদন্তকারী সংস্থার সঙ্গে আদানি সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে সেবি। সেই সব খতিয়ে দেখা হবে বলে শীর্ষ আদালতে জানিয়েছে ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা। প্রধান বিচারপতি ডঃ ধনঞ্জয় যশবন্ত চদ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে। বেঞ্চে বিচারপতি পিএস নরসিংহ এবং জেবি পারদিওয়ালাও আছেন। (MINT_PRINT)
4/5প্রসঙ্গত, হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছিল, বিদেশে বেনামি সংস্থা খুলে নিজেদের শেয়ার নিজেরাই কিনে নিত আদানি গোষ্ঠী। এভাবে বাজারে ভুয়ো চাহিদা সৃষ্টি করে শেয়ারের দাম চড়ানো হত। যদিও এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি গড়িয়ে শীর্ষ আদালতের দরবারে। (MINT_PRINT)
5/5এদিকে সেবির তদন্ত প্রসঙ্গে গত এপ্রিলে বিবৃতি পেশ করে আদানি গোষ্ঠী বলেছিল, 'আমরা জানতে পেরেছি যে তদন্ত শেষ করার জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে সেবি আরও ৬ মাস সময় চেয়েছে। আমরা এই তদন্তকে স্বাগত জানাই। এর ফলে সবাই নিজেদের দিকটা তুলে ধরতে পারবে এবং কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা করা যাবে। আমরা সবসময়ই আইন ও নিয়ম মেনে চলি। আমরা নিশ্চিত যে সত্যিটা সামনে আসবেই।' (MINT_PRINT)