বাংলা নিউজ > ছবিঘর > Second Hoogly Bridge to remain closed: টানা দু'দিন রাত থেকে সকাল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

Second Hoogly Bridge to remain closed: টানা দু'দিন রাত থেকে সকাল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা দুই রাত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু। জানা গিয়েছে, আগামী শনিবার ও রবিবার রাতে বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। এই আবহে দক্ষিণ কলকাতায় যান চলাচলের ক্ষেত্রে কিছু বদল করা হয়েছে এই দুই রাতের জন্য। জেনে নিন, কখন বন্ধ থাকবে সেতু, বিকল্প কোন পথে করা যাবে যাতায়ত।