বাংলা নিউজ > ছবিঘর > Second Soft Landing of Vikram: চাঁদের মাটি ছেড়ে শূন্যে উড়ল বিক্রম, এরপর দ্বিতীয়বার সফল অবতরণ চন্দ্রযান-৩ ল্যান্ডারের

Second Soft Landing of Vikram: চাঁদের মাটি ছেড়ে শূন্যে উড়ল বিক্রম, এরপর দ্বিতীয়বার সফল অবতরণ চন্দ্রযান-৩ ল্যান্ডারের

নিজের মিশনের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়ে সফল হয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। আজ এমনটাই জানাল ইসরো। ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, সফল ভাবে 'হপ এক্সপেরিমেন্ট' সম্পন্ন করেছে বিক্রম। অর্থাৎ, দ্বিতীয়বারের জন্য সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করল বিক্রম।