WB Employees Benefit: ১৫০% গুণ ভাতা বাড়ল বাংলায় এই কর্মচারীদের! কবে থেকে ও কারা সেই টাকা পাবেন?
Updated: 04 Jul 2024, 07:58 PM ISTআগে যে ভাতার অঙ্কটা দু'লাখ বা তিন লাখ টাকা ছিল, সেটা একলপ্তে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করে দেওয়া হল। কারও কারও ক্ষেত্রে অঙ্কটা বাড়ল ১৫০ শতাংশ। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের কোন কোন কর্মচারীরা লাভবান হবেন?
পরবর্তী ফটো গ্যালারি