অনস্ক্রিন নায়িকার সঙ্গে রসায়ন হোক বা ব্যক্তিগত জীব... more
অনস্ক্রিন নায়িকার সঙ্গে রসায়ন হোক বা ব্যক্তিগত জীবন- হামেশাই চর্চায় থাকে এই খুদে। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানও গায়। আর কিছু বলবার দরকার আছে কি?
1/8পরনে কালো রঙা গোল গলা শার্ট, মায়ের গলা জড়িয়ে বসে রয়েছে মিষ্টি খুদে। এই বাচ্চা আজ লাখো তরুণীর মনের রাজকুমার। ছোটপর্দার অন্যতম হার্টথ্রব নায়ক। চিনতে পারছেন?
2/8নীল শার্ট আর হাফহাতা লাল সোয়েটার পরা সেই খুদের আরও এক ছবি। পাহাড়ে বেড়াতে গিয়ে তোলা তা স্পষ্ট ছবিতে। এই বাচ্চার শুধু অভিনয় নয়, গানের গলাও দুর্দান্ত। বলা যায়, অভিনয় নয়, গানই তার প্রথম ভালোবাসা। দেখতে মিষ্টি হলেও তেতো নামে পরিচিত। আর কিছু বলবার দরকার আছে?
3/8একদম ঠিক ধরেছেন, এই মিষ্টি বাচ্চা আর কেউ নয়, বাংলা টেলিভিশনের অন্যতম সুদর্শন নায়ক আদৃত রায়। যাকে কেউ বলে ‘উচ্ছেবাবু’ আবার কেউ বলে ‘সিডি বয়’। (ছবি- ফেসবুক)
4/8'মিঠাই' ধারাবাহিকের সৌজন্যে অভিনেতা আদৃত রায় এখন ঘরে ঘরে জনপ্রিয়। অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে পর্দায় তার রসায়ন জমজমাট। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও হামেশাই চর্চায় থাকেন আদৃত। (ছবি- ফেসবুক)
5/8মিঠাই সহ-অভিনেত্রী কৌশাম্বির সঙ্গে আদৃতের প্রেম এখন টেলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। যদিও আদৃতের কথায় কৌশাম্বি তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’। (ছবি- ফেসবুক)
6/8ছোট পর্দায় অভিনয়ের আগে, বড় পর্দাতেও কাজ করেছেন অভিনেতা আদৃত রায়। রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার হাত ধরে বড় পর্দায় পথচলা শুরু করেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। সেখানে মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘প্রেম আমার ২’, দেবের ‘পাসওয়ার্ড’ ছবিতেও গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ছবিতেও শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
7/8ছোট থেকেই গান-বাজনার প্রতি ঝোঁক আদৃতের। গিটার বাজিয়ে গান গাইতে ভীষণ ভালোবাসেন আদৃত। তাঁর একটি রক ব্যান্ডও রয়েছে। ‘পোস্টার বয়েজ’ ব্যান্ডের লিড সিঙ্গার আদৃত। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও ভোলেন না সঙ্গীত চর্চা করতে।
8/8সুযোগ পেলেই মিঠাই-এর সেটেও গান ধরেন আদৃত। অভিনয় হোক বা গান- আদৃতের স্টাইল হোক বা স্মাইল; সবকিছুতেই মজে ফ্যানেরা। (ছবি-ফেসবুক)