বাংলা নিউজ >
ছবিঘর >
‘জুন আন্টি’র জন্মদিনের পার্টিতে ডিঙ্কা, দেখা মিলল না শ্রীময়ীর, আর কারা এলেন?
‘জুন আন্টি’র জন্মদিনের পার্টিতে ডিঙ্কা, দেখা মিলল না শ্রীময়ীর, আর কারা এলেন?
Updated: 19 Feb 2021, 06:46 PM IST
লেখক Priyanka Bose
জুন আন্টির জন্মদিন পার্টিতে শ্রীময়ী উপস্থিত না থকলেও উপস্থিত ছিলেন অভিনেত্রীর পর্দার সৎ ছেলে ডিঙ্কা, সপ্তর্ষি মৌলিক।
1/10১৭ ফেব্রুয়ারি ‘জুন আন্টি’ থুরি অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর জন্মদিন। সেই উপলক্ষ্যে ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধুদের সঙ্গে মেট্রোপলিটন ক্লাবে জন্মদিন উদযাপন করলেন তিনি। (ছবি ফেসবুক)
2/10তাঁরই জমজমাট জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল তারকাদের চাঁদের হাট। জন্মদিন উদযাপনের টুকরো মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। (ছবি ফেসবুক)
3/10গায়ক তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনেত্রী জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন অভিনতা রজতাভ দত্ত।
4/10অভিনেত্রী দেবলীনা দত্ত, মনামী ঘোষের সঙ্গে উষসী।
5/10পার্টি মুডে ঊষসী চক্রবর্তী।
6/10পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় প্রযোজক নন্দিতা রায়কে।
7/10উপস্থিত ছিলেন অভিনেত্রী তুহিনা দাস।
8/10জন্মদিনে বন্ধুদের সঙ্গে কেক কেটে মিষ্টি মুখ করলেন ঊষসী। ভার্চুয়ালি ফেসবুকের বন্ধুদের সঙ্গেও করেছেন শুভেচ্ছা বিনিময়।