বাংলা নিউজ > ছবিঘর > Sengol's History: এবার থেকে সংসদে স্পিকারের আসনের পাশে থাকবে ‘সেঙ্গল’, ৫ ফুট উঁচু সোনার এই রাজদণ্ডের ইতিহাস জানেন?

Sengol's History: এবার থেকে সংসদে স্পিকারের আসনের পাশে থাকবে ‘সেঙ্গল’, ৫ ফুট উঁচু সোনার এই রাজদণ্ডের ইতিহাস জানেন?

এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড। সেই রাজদণ্ডই এবার প্রধানমন্ত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হবে দেশের নতুন সংসদভবনে। এই সোনার রাজদণ্ডের একটি ইতিহাস রয়েছে। ভারতের স্বাধীনার অধ্যায়ে এই রাজদণ্ডের এক বিশাল বড় ভূমিকা রয়েছে।

অন্য গ্যালারিগুলি