মঙ্গলবারই আদার পুনাওয়ালা টুইটে জানিয়েছিলেন যে Covovax এখন ভারতে শিশুদের জন্য উপলব্ধ। ১২ থেকে ১৭ বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন।
1/6Vaccine Age: ১২ বছরের বেশি বয়সী হলেই মিলবে কোভোভ্যাক্স(Covovax)। বুধবার এমনটাই জানালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) প্রধান, আদার পুনাওয়ালা। ছবি : হিন্দুস্তান টাইমস, পিটিআই (HT & PTI )
2/6'আপনাদের অনেকেই জিজ্ঞাসা করছেন যে Covovax প্রাপ্তবয়স্কদের জন্য উপলব্ধ কিনা। এর উত্তর হল হ্যাঁ। এটি ১২ বছরের বেশি বয়সী সকলের জন্য উপলব্ধ,' টুইট করেছেন আদার পুনাওয়ালা। ছবি: টুইটার (HT & PTI )
3/6মঙ্গলবারই আদার পুনাওয়ালা টুইটে জানিয়েছিলেন যে Covovax এখন ভারতে শিশুদের জন্য উপলব্ধ। ১২ থেকে ১৭ বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন। ফাইল ছবি : পিটিআই (HT & PTI )
4/6গত ৩ জানুয়ারি থেকে ভারতে অপ্রাপ্তবয়স্কদের টিকাকরণ শুরু হয়েছে। ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া দিয়ে শুরু হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT & PTI )
5/6বর্তমানে, ১২-১৪ বছর বয়সী শিশুদের বায়োলজিকাল ই-র ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন Corbevax দিয়ে টিকা দেওয়া হচ্ছে। ফাইল ছবি : পিটিআই (HT & PTI )
6/6সরকারি টিকাকেন্দ্রে ১৫-১৮ বছর বয়সীদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT & PTI )