যে ৫ রাজ্যের পড়ুয়াদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই রাজ্যগুলি হল- পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর।
1/4ভারতের বেশ কয়েকটি রাজ্য থেকে পড়ুয়াদের অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ করল অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টার্ন সিডনি ইউনিভারসিটি ও ভিক্টোরিয়ার ফেডারেশন ইউনিভার্সিটিও এবার ভারতের পাঁচ রাজ্যের পড়ুয়াদের ক্ষেত্রে জারি করল নিষেধাজ্ঞা। ফাইল ছবি : ইনস্টাগ্রাম
2/4কোন ৫ রাজ্য তালিকায়- যে ৫ রাজ্যের পড়ুয়াদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই রাজ্যগুলি হল- পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর।
3/4কেন নিষেধাজ্ঞা- জানা গিয়েছে, ভিসা আবেদনের ক্ষেত্রে ভুয়ো নথি ও মিথ্য়াচার সংক্রান্ত ঘটনার অভিযোগ ভারতের এই ৫ রাজ্যের পড়ুয়াদের ঘিরে ক্রমেই বাড়ছে। তার জেরেই এডুকেশন এজেন্টদের এই রাজ্যগুলি থেকে পড়ুয়াদের নিয়োগ করতে বারণ করেছে অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয়গুলি। সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী মনে করা হচ্ছে, ‘এটা কম সময়ের ঘটনা বলে মনে করা হচ্ছে, তবে এরকম একটা ট্রেন্ড তৈরি হচ্ছে বলে দেখা যাচ্ছে।’ ফাইল ছবি : পিটিআই
4/4ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ইতিমধ্যেই ভারতের এই ৫ রাজ্য থেকে পড়ুয়াদের ভরতি বন্ধ করে দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে। এদিকে, সদ্য অস্ট্রেলিয়ায় মোদীর সফরের হাত ধরে দুই দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে আদান প্রদান ও গবেষণা ক্ষেত্রে আদানপ্রদান একটি বড় বিষয়।