অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ‘মোখা’। তারইমধ্যে শনিবার পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। সোমবার এবং মঙ্গলবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। কোন কোন জেলায় কবে বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/7আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ওই জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/7শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ বৃষ্টিপত হবে। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি ছ'টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/7আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/7সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/7শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে খুব সামান্য হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7রবিবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য বাড়বে। সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)