সকাল থেকে গরমে নাভিঃশ্বাস উঠছে। তবে বিকেল হলেই মিলবে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ১৫ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নামবে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। কোন কোন জেলায় বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/5আজ দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামিকালও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঝড়ও উঠবে। তবে শুক্রবারের তুলনায় ঝড়ের বেগ কিছুটা কম হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ৭০ সেমি থেকে ১১০ সেমি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5শনিবারও উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কয়েকটি জেলায় কিছুটা কমবে বৃষ্টির তীব্রতা। তবে কোনওরকম ঝড়ের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের কোনও জেলায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। পরবর্তীতে তিনদিনে দুই থেকে চার ডিগ্রি চড়বে পারদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)