বাংলা নিউজ > ছবিঘর > Sevok Rongpo Rail Project: উত্তরবঙ্গে চালু হবে ভূগর্ভস্থ রেল স্টেশন, ট্র্যাক পৌঁছে যাবে চিন সীমান্ত পর্যন্ত

Sevok Rongpo Rail Project: উত্তরবঙ্গে চালু হবে ভূগর্ভস্থ রেল স্টেশন, ট্র্যাক পৌঁছে যাবে চিন সীমান্ত পর্যন্ত

সেবক-রংপো রেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই আবহে আগামী বছর উত্তরবঙ্গের সেবক থেকে রংপো পর্যন্ত রেল লাইন তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে। এরপরই যাত্রী পরিষেবাও শুরু হয়ে যাবে এই রুটে। শুধু তাই নয়, এরপর সেই ট্রেন লাইন সম্প্রসারিত হবে সিকিম-চিন সীমান্তের নাথু লা পর্যন্ত।