বেড়াতে যাওয়া ব্যক্তিরা ৩ রাত ৪ দিন সময় কাটান। তাঁদের সঙ্গে সময় কাটানোর জন্য একাধিক যৌনকর্মী নিয়োগ করে সেক্স আইল্যান্ড কর্তৃপক্ষ। পার্টি, বিলাসিতার ব্যবস্থা রাখা হয়।
1/5পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হল 'সেক্স আইল্যান্ড'। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি বিতর্কিত রিসর্ট এটি। করোনা পরিস্থিতির কারণে এটি এতদিন বন্ধ ছিল। তবে তার আগেও এই স্থানটি বিভিন্ন বিতর্কের কারণে শিরোনামে এসেছিল। ফাইল ছবি: সেক্স আইল্যান্ড (Sex Island)
2/5'সেক্স আইল্যান্ড'-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ মে থেকে ৮ মে পর্যন্ত খুলবে রিসর্ট। মোট ৫০ জনকে ৫০টি টিকিট দেওয়া হবে। ফাইল ছবি: সেক্স আইল্যান্ড (Sex Island)
3/5প্রতিটি টিকিটের দাম পড়বে $৪,৫০০ অর্থাৎ প্রায় ৩.৫ লক্ষ টাকা। বিটকয়েন দিয়েও কেনা যাবে। রেজিস্ট্রেশনের পর রিসর্টের এজেন্টরাই পিক আপ করবে। রিসর্ট ছাড়া, ট্রিপেরও আয়োজন করে সেক্স আইল্যান্ড। ফাইল ছবি: সেক্স আইল্যান্ড (Sex Island)
4/5একাধিক মার্কিন ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, রিসর্টে আসা বা বেড়াতে যাওয়া ব্যক্তিরা ৩ রাত ৪ দিন সময় কাটান। তাঁদের সঙ্গে সময় কাটানোর জন্য একাধিক যৌনকর্মী নিয়োগ করে সেক্স আইল্যান্ড কর্তৃপক্ষ। পার্টি, বিলাসিতার ব্যবস্থা রাখা হয়। ফাইল ছবি: সেক্স আইল্যান্ড (Sex Island)
5/5অতীতে এটি ঘিরে অবাধ যৌনতা, অশ্লীলতার অভিযোগ উঠেছে বারবার। একাধিকবার এটি বন্ধও করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে মাদক চর্চাও হয় বলে অভিযোগ। ফাইল ছবি: সেক্স আইল্যান্ড (Sex Island)