Shafali Verma hits fastest 200 runs: ৫৬ বল কম খেলেই টেস্টে দ্রুততম ২০০ রান শেফালির, রান-আউট হয়ে যোগ রাহুলের ক্লাবে
Updated: 28 Jun 2024, 03:55 PM ISTদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে একেবারে ঝড় তুললেন শেফালি বর্মা। মহিলা টেস্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের নজির গড়লেন তিনি। যাঁর রেকর্ড ভাঙলেন, তার থেকে ৫৬টি বল কমেই ডবল সেঞ্চুরি করেন। সেইসঙ্গে তিনি আর কী কী গড়লেন, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি