বাংলা নিউজ >
ছবিঘর >
লন্ডনের ইতালীয় রেস্তোরাঁয় সুস্বাদু ডিশে মজে শাহরুখ, দুই শেফের সঙ্গে ভাইরাল ছবি
লন্ডনের ইতালীয় রেস্তোরাঁয় সুস্বাদু ডিশে মজে শাহরুখ, দুই শেফের সঙ্গে ভাইরাল ছবি
Updated: 20 Jul 2022, 12:20 PM IST
লেখক Priyanka Bose
এই মুহূর্তে লন্ডনে নিজের আসন্ন ছবি ‘ডানকি’র শ্যুটিং-এ ব্যস্ত শাহরুখ খান। এই ছবি সোশ্যালে পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
1/5রাজকুমার হিরানির ছবি ‘ডানকি’র শ্যুটিংয়ে লন্ডন উড়ে গিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ব্যক্তিগত জীবনকে পাপারাজ্জিদের লাইমলাইট থেকে দূরে রাখতে পরিচিত এসআরকে। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের শেয়ার করা পোস্টের পরিমাণও নির্দিষ্ট। তবে লন্ডন থেকে সম্প্রতি শাহরুখের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/5মঙ্গলবার, একটি বিখ্যাত ইতালীয় রেস্তোরাঁর একজন বিখ্যাত শেফ শাহরুখের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। লন্ডন থেকে শাহরুখের প্রথম ঝলক মিলতেই উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতার ভক্তরা।
3/5ছবিতে শাহরুখকে সাদা ক্যাজুয়াল শার্টের উপর কালো জ্যাকেটে দেখে মিলেছে। ২০১৭ সালের পর ২০২২ সালে ফের একসঙ্গে তোলা ছবি এসআরকের, সেকথা জানাতে ভোলেননি ওই সেফ।
4/5ইতালীয় রেস্তোরাঁ 'II Borro'-এর দুই শেফের সঙ্গে ফুরফুরে মেজাজে শাহরুখ। লন্ডনের ইতালীয় রেস্তোরাঁয় মুখরোচক খাবার উপভোগ করেন অভিনেতা।
5/5পরনে খুব সাদামাটা একটা শার্ট আর কালো প্যান্ট। মাথায় উসকো খুসকো ঝাঁকড়া চুল। মুখে হালকা দাড়ি- এই অবস্থাতেই লন্ডনে রাস্তায় দাঁড়িয়ে শাহরুখ খান! লন্ডনের ওয়াটার লু ব্রিজে ‘ডানকি’র শ্যুটিং চলাকালীন শাহরুখের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।