Independence Day: শাহরুখ খান থেকে সোনালি বেন্দ্রে। আপনার প্রিয় বলিউড সেলিব্রিটিরা কীভাবে স্বাধীনতা দিবস উদ্যাপন করলেন? দেখে নিন কয়েকটি বিশেষ মুহূর্ত।
1/8১৫ অগস্ট সকাল থেকেই সারা দেশে পালিত হল স্বাধীনতা দিবস। ঘরে ঘরে জাতীয় পতাকা তুলে দিনটি উদ্যাপন করলেন সাধারণ মানুষ। কিন্তু শুধু সাধারণ মানুষই নন, বলিউডের তারকারাও এ দিন উদ্যাপন করলেন নিজেদের মতো করে। দেখে নিন, সেই সব ছবি। (Instagram)
2/8স্বাধীনতা দিবসের আগে, কার্তিক আরিয়ান ভারতীয় নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেছিলেন। তিনি অফিসারদের সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন। সেগুলি এ দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এছাড়া জাতীয় পতাকার সঙ্গে আরেকটি ছবিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘ভারতীয় হতে পেরে গর্বিত। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ (Instagram)
3/8শাহরুখ খান এবং গৌরী খান তাঁদের দুই ছেলে আব্রাম এবং আরিয়ানে সঙ্গে ৭৬তম স্বাধীনতা দিবস উদ্যাপন করেছেন। সবাই সাদা পোশাক পরে জাতীয় পতাকার সামনে ছবি তোলেন। (Instagram)
4/8সারা আলি খান তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ভ্রমণের ডায়েরির ছবি তুলে ধরেছেন। তাঁর মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘জয় হিন্দ।’ (Instagram)
5/8আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলেছেন। আনুষ্কা ছবিটি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, ‘#Happy IndependenceDay’। (Instagram)
6/8সোনালি বেন্দ্রে জর্জিয়ার আটলান্টায় স্বাধীনতা দিবস উদ্যাপন করেছেন। তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে, তিনি লিখেছেন, ‘আটলান্টায় বাড়ির কিছুটা নিয়ে এসেছি’। (Instagram)
7/8৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান সলমন খান। তাঁর ইনস্টাগ্রামে ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই… জয় হিন্দ।’ (Instagram)
8/8প্রীতি জিন্টা ‘হর ঘর তেরঙা’ ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন এবং নিজের ইনস্টাগ্রামে তেরঙা হাতে একটি ছবি শেয়ার করেছেন। (Instagram)