গত দু'বছর ধরেই তাঁর সঙ্গে শাহিদ আফ্রিদির মেজো মেয়ে আনশার আফ্রিদির সঙ্গে প্রেম চলছিল। এ বার প্রেমিকার সঙ্গে বিয়েটাও সেরে ফেললেন পাকিস্তানের এই বাঁহাতি জোরে বোলার। করাচিতে বসেছিল বিয়ের আসর। একেবারে মুসলিম রীতি অনুসারে বিয়ে সম্পন্ন হয়।
1/5
শাহিনকেই জামাই হিসেবে পেতে চেয়েছিলেন শহিদ আফ্রিদি। সেটা ২০২১ সালেই জনসমক্ষে জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এর পর থেকেই ক্রিকেট দুনিয়া শাহিনের দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত বিয়ে সেরে নিলেন শাহিন এবং আনশা।
2/5ধূসর রঙের লেহেঙ্গা ও হালকা গোলাপি ওড়নায় সেজে উঠেছিলেন আনশা। ধূসর রঙের শেরওয়ানিতে দেখা যায় শাহিনকে। বিয়ের পর কপালে আলতো চুমুতে নববধূূকে রাঙিয়ে দেন শাহিন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
3/5তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে চোটের কারণে দলের বাইরে ২২ বছরের পেসার। দ্রুত ফিট হয়ে দলে ফিরতে শ্বশুর শাহিদের সঙ্গেই চলছে ট্রেনিং। কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে, নেটে ব্যাট হাতে শ্বশুরমশাই। আর বল করছেন শাহিন। ৪৫ বছর বয়সেও জামাইয়ের পেসে তুলে শট মারছেন তিনি। এমন বন্ধুত্বের সম্পর্কই এবার বদলে গেল আত্মীয়তায়।
4/5তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে চোটের কারণে দলের বাইরে ২২ বছরের পেসার। দ্রুত ফিট হয়ে দলে ফিরতে শ্বশুর শাহিদের সঙ্গেই চলছে ট্রেনিং। কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে, নেটে ব্যাট হাতে শ্বশুরমশাই। আর বল করছেন শাহিন। ৪৫ বছর বয়সেও জামাইয়ের পেসে তুলে শট মারছেন তিনি। এমন বন্ধুত্বের সম্পর্কই এবার বদলে গেল আত্মীয়তায়।
5/5পাকিস্তান দলের অন্যতম সেরা সম্পদ শাহিনের জীবনের বিশেষ দিনে অভিনন্দন জানাতে হাজির হয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। উপস্থিত ছিলেন পাক তারকা সরফরাজ আহমেদ, শাদাব খান, নাশিম শাহ-সহ একাধিক তারকা।