বাংলা নিউজ > ছবিঘর > Shahid Imam in Recruitment Scam: রাখি সাওয়ান্ত সহ নামকরা টলিউড নায়িকার সঙ্গে অভিনয়, চর্চায় 'শিক্ষক' শাহিদের রঙিন জীবন

Shahid Imam in Recruitment Scam: রাখি সাওয়ান্ত সহ নামকরা টলিউড নায়িকার সঙ্গে অভিনয়, চর্চায় 'শিক্ষক' শাহিদের রঙিন জীবন

পেশায় প্রাথমিক শিক্ষক। তবে ছিল বিলাসবহুল ফ্ল্যাট। শুধু তাই নয়, অভিনয় করেছেন রাখি সাওয়ান্তের সঙ্গেও! এই আবহে তাঁর নাম পড়েছিল 'মহারাজ'। শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সেই শাহিদ ইমাম। আরামবাগের এই নেতা আগে যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ, নিয়োগ দুর্নীতির অন্যতম দালাল তিনি।