লর্ডসে NZ vs ENG টেস্টে ২৩ওভার পর ২৩সেকেন্ড ধরে অভিনব ২৩'র শ্রদ্ধার্ঘ্য ওয়ার্নকে
Updated: 03 Jun 2022, 06:30 AM ISTএই ইংল্যান্ডের ২২ গজ থেকেই শুরু হয়েছিল তাঁর গ্রেট হওয়ার যাত্রাপথ। মাইক গ্যাটিংকে 'বল অফ দি সেঞ্চুরি'তে আউট করে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন কিথ ওয়ার্ন। সেই তিনি গোটা ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে মাস চারেক আগে প্রয়াত হন।
পরবর্তী ফটো গ্যালারি