Shani Amavasya 2023 Auspicious Yogs: শনিবার পড়েছে মৌনী অমাবস্যা। সেজন্য সেই অমাবস্যাকে শনি অমাবস্যাও বলা হয়ে থাকে। যেদিন চারটি দুর্লভ যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই চারটি দুর্লভ যোগের ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। সেইসঙ্গে শনি অমাবস্যায় বিভিন্ন রাশির জাতকদের কী কী কাজ করতে হবে, তা দেখে নিন -
1/5আগামিকাল (২১ জানুয়ারি) শনি অমাবস্যা পড়েছে। যেদিন চারটি দুর্লভ যোগ তৈরি হতে চলেছে। সেই যোগগুলি হল - খপ্পর যোগ, পডাষ্টক যোগ, সমসপ্তক যোগ এবং চতুগ্রহী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই দুর্লভ যোগগুলির একাধিক রাশির জাতকরা লাভবান হতে চলেছেন।
2/5কীভাবে শনি অমাবস্যায় পুজো করতে হয়? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি অমাবস্যার দিন সন্ধ্যায় শনি প্রতিমার সামনে সর্ষের তেল অর্পণ করতে হবে। সেইসঙ্গে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে বিভিন্ন রাশির জাতকদের। শনিদেবের মন্ত্র জপ করতে হবে। কালো তিল, কালো কম্বলের মতো জিনিস অর্পণ করার পরামর্শ দেন জ্যোতিষীরা। সেইসঙ্গে অমাবস্যার সকালে গঙ্গাস্নান করা এবং ভগবান বিষ্ণুর পুজো করার পরামর্শ দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5মেষ থেকে কর্কট রাশির জাতকদের শনি অমাবস্যা কেমন কাটবে? মেষ রাশির জাতকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। বৃষ রাশির জাতকরা নিরাপত্তার অভাব বোধ করবেন। অন্যের জন্য ক্ষতি স্বীকার করতে হতে পারে মিথুন রাশির জাতকদের। স্বামী বা স্ত্রী'র সঙ্গে মতবিরোধ হতে পারে কর্কট রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5সিংহ থেকে বৃশ্চিক রাশির জাতকদের শনি অমাবস্যা কেমন কাটবে? কারও অপচেষ্টা রুখে দেবেন সিংহ রাশির জাতকরা। শনি রাশির জাতকরা বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন। তুলা রাশির জাতকদের অর্থাগমের যোগ আছে। ষড়যন্ত্রের শিকার হবেন বৃশ্চিক রাশির জাতকরা।
5/5ধনু থেকে মীন রাশির জাতকদের শনি অমাবস্যা কেমন কাটবে? ধনু রাশির জাতকরা বাড়ির সংস্কার করবেন। মকর রাশির জাতকদের মধ্যে নয়া প্রাণশক্তির সঞ্চার হবে। কুম্ভ রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মীন রাশির জাতকরা।