Shani and Budh Effects: চলতি মাসের শুরুতেই বুধ এবং শনির অবস্থানের পরিবর্তন হয়েছে। গত ৩ জুন বৃষ রাশিতেই মার্গী হয়েছেন বুধ। দু'দিন পর কুম্ভ রাশিতে বক্রি হয়েছেন শনি। সেই দুই গ্রহের প্রভাবে আগামী ২ জুলাই পর্যন্ত একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের হাতে আসবে টাকা। হবে অর্থ লাভ। কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, তা দেখে নিন -
1/5মেষ রাশি- মেষ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। শনি এবং বুধের অবস্থার পরিবর্তনের কারণে অর্থ লাভ হতে পারে। চাকরির ক্ষেত্রে লাভবান হবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। লাভবান হবেন ব্যবসার ক্ষেত্রে। নয়া কাজ শুরুর জন্য এটা ভালো সময়।
2/5বৃষ রাশি- নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন বৃষ রাশির জাতকরা। যাঁরা এখনও বেতন বৃদ্ধির খবর পাননি, তাঁরা এবার পেতে পারেন। বাড়বে আয়। আটকে থাকা অর্থ মিলবে। অর্থ সঞ্চয় করতে পারবেন।
3/5মিথুন রাশি- ব্যবসার জন্য ভালো সময়। বাড়বে মুনাফা। নয়া চাকরি পেতে পারেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে।
4/5ধনু রাশি-মার্গী বুধ এবং বক্রি শনির কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। হাতে টাকা আসবে। যাঁরা প্রতিযোগিতামূলক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্যের মুখ দেখবেন। চাকরিতে পদোন্নতি হবে।
5/5শনি ও বুধের কৃপায় পালটে যাবে ৪ রাশির ভাগ্য, ২ জুলাইয়ের আগে পাবেন চাকরি। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)