মেরেকেটে ৪৮ ঘণ্টা পরে রাশি পরিবর্তন করতে চলেছেন শনি। অনেকেই মনে করেন যে শনির প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে শুধু সমস্যা দেখা দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির প্রভাবে যেমন বিভিন্ন রাশির জাতকদের জীবনে সমস্যা শুরু হয়, তেমন অনেকের ভালো সময়ও শুরু হয়। যে যেমন কাজ করেন, তাঁকে ফল দেন শনি।
1/4৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি।
2/4মেষ রাশি- ২৯ এপ্রিল থেকে মেষ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। শনির গোচরের ফলে আয় বাড়বে মেষ রাশির জাতকদের। যে মেষ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা ব্যাপক মুনাফা লাভ করবেন। হাতে টাকা আসবে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। যদি নয়া কোনও চুক্তির পরিকল্পনা করে থাকেন, তাহলে সময় ভালো কাটবে। কেরিয়ারের দিক থেকে ভালো ফল মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/4বৃষ রাশি- শনির গোচরকালে নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। যাঁরা চাকরি করেন, তাঁরা পদোন্নতি এবং বেতন বৃদ্ধির খবর পেতে পারেন। বৃষ রাশির অধিপতি হলেন শুক্রদেব। শনি এবং শুক্রের মধ্যে মিত্রতা আছে। তার ফলে শনির গোচর লাভজনক হবে বৃষ রাশির জাতকদের জন্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/4ধনু রাশি- শনির রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। এই সময় আপনি জীবনের সকল ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। শনি কুম্ভ রাশিতে প্রবেশের ফলে সাড়েসাতি থেকে মুক্তি পাবেন ধনু রাশির জাতকরা। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। লোহা, তেল সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ধ্রুব শেটি/ হিন্দুস্তান টাইমস)