Shani Lucky Zodiacs till 14th February: আপাতত নবাংশ কুণ্ডলীতে শনি 'উচ্চ' অবস্থায় অবস্থান করছেন। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। আবার যে কুণ্ডলীতে শনি অবস্থান করছেন, তাতে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নবাংশ কুণ্ডলীতে 'উচ্চ' অবস্থায় থাকবেন শনি। যে অবস্থানকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। ওই অবস্থানে শনি যতদিন থাকবেন, ততদিন কয়েকটি রাশির জাতকদের ব্যবসা এবং চাকরিতে উন্নতি হবে।
2/5মেষ রাশি- নবাংশ কুণ্ডলীতে শনি 'উচ্চ' হতে চলেছেন। তার ফলে মেষ রাশির জাতকরা সিদ্ধি লাভ করবেন। কোনও নয়া কাজ শুরুর পরিকল্পনা করলে তাতে লাভবান হবেন। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আছে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা জীবনে সুখবর পাবেন।
3/5মিথুন রাশি- নবাংশ কুণ্ডলীতে শনি 'উচ্চ' হওয়ার ফলে মিথুন রাশির জাতকরা লাভবান হবেন। ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা অবশেষে চাকরি পেতে পারেন। বড় কোনো পদক্ষেপ করতে পারেন। পড়ুয়ারা শুভ ফল লাভ করবে।
4/5ধনু রাশি- ধনু রাশির জাতকরাও লাভবান হবেন। তাঁদের সময় তো আরও দারুণ কাটবে। কারণ ওই নবাংশ কুণ্ডলীতেই ‘উচ্চ’ হয়ে অবস্থান করবেন শনি এবং বৃহস্পতি। ব্যবসায়ীরা নয়া সুযোগ পাবেন। তা থেকে অর্থলাভের পথ প্রশস্ত হবে। নয়া কাজ শুরু করলে ভালো ফল মিলবে।
5/5মকর রাশি- মকর রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবেন। নবাংশ কুণ্ডলীতে শনি 'উচ্চ' হওয়ার ফলে মকর রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। আচমকা অর্থপ্রাপ্তির যোগ আছে। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি ও ইক্রিমেন্ট হওয়ার প্রশস্ত হবে। আর্থিক স্থিতি মজবুত হবে মকর রাশির জাতকদের