Dev IT সম্প্রতি আদানি ইনস্টিটিউট অফ ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্ট (AIDTM) এবং ওরেনা সলিউশনের সাথে চুক্তি করেছে। আর তার ফলেই এই শেয়ারে লক্ষীলাভের সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।
1/7Dev IT-র স্টকে মালামাল। গত কয়েকদিন ধরেই দ্রুত হারে বেড়েছে এই তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার। আর তার নেপথ্যে গৌতম আদানি। কীভাবে? ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/7আসলে, কোম্পানিটি আদানি ইনস্টিটিউট অফ ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্ট (AIDTM) এবং ওরেনা সলিউশনের সাথে চুক্তি করেছে। আর তার ফলেই এই শেয়ারে লক্ষীলাভের সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। ফাইল ছবি: রয়টার্স
3/7IIFL সিকিউরিটিজের বিশেষজ্ঞদের মতে আগামী ৬ মাসেই এই শেয়ারের দাম ৩০০ টাকার স্তরে পৌঁছতে পারে। ফাইল ছবি: রয়টার্স
4/7২৩ ফেব্রুয়ারি ২০২২-এ Dev IT-র শেয়ারের দাম ছিল ১১৩.৪৫ টাকা করে। ফাইল ছবি : পিটিআই
5/7বর্তমানে সেই শেয়ারেরই দাম ১৭৬.৮০ টাকা। বিশেষজ্ঞদের মতে, বাজারে বেশ চাহিদা রয়েছে। আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তির ফলে এই সংস্থাতে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। ফলে আগামী ৬ মাসেই এই শেয়ারের দর ৩০০ টাকার আশেপাশে পৌঁছনোর আশা করা হচ্ছে। (ছবি সৌজন্য পিটিআই)
6/7সেক্ষেত্রে ৭ মাসের জন্য ৩০০ টাকার টার্গেট প্রাইস রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে ১৬০ টাকায় স্টপ লস রাখা যেতে পারে। ফাইল ছবি : রয়টার্স
7/7উল্লেখ্য, শেয়ার সংক্রান্ত পরামর্শ স্বাধীন বিশেষজ্ঞদের, সম্পাদকীয় নয়। ফাইল ছবি : রয়টার্স