সম্প্রতি জনপ্রিয় বাসমতি চালের ব্র্যান্ড কোহিনূর অধিগ্রহণের ঘোষণা করেছে আদানি উইলমার। কিন্তু তারপরেও আদানি উইলমারের শেয়ার বড়সড় পতন হচ্ছে।
1/6দেশের সবচেয়ে বড় FMCG সংস্থা আদানি উইলমার। তা সত্ত্বেও শেয়ার দর ক্রমেই নামছে সংস্থার। আর সেটাই কিছুটা অবাক করেছে বিনিয়োগকারীদের। (ছবি সৌজন্যে পিটিআই) (Reuters)
2/6গত অর্থবর্ষে আদানি উইলমার ৫৪,২১৪ কোটি টাকার অপারেটিং রেভেনিউ রিপোর্ট করেছে। অন্যদিকে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের ক্ষেত্রে তা ৫১,৪৬৮ কোটি টাকা।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
3/6সম্প্রতি জনপ্রিয় বাসমতি চালের ব্র্যান্ড কোহিনূর অধিগ্রহণের ঘোষণা করেছে আদানি উইলমার। কিন্তু তারপরেও, আদানি উইলমারের শেয়ার বড়সড় পতন হচ্ছে। বুধবার আদানি উইলমারের শেয়ার ৫% কমে ৭১৫.৯৫ টাকায় পৌঁছেছে। ফাইল ছবি: আদানি উইলমার (Reuters)
4/6এক মাস আগেই যদিও আদানি উইলমারের শেয়ার দর ৫৭৯.৯৫ টাকা ছিল(৪ মে ২০২২)। অর্থাত্ সেই সময় থেকে ২৩.৪৫% বেড়েছে শেয়ারদর। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/6বাজার বিশেষজ্ঞদের মতে, ভোজ্য তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তার ফলে আদানি উইলমারের শেয়ারে বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন কেউ কেউ। তার ফলেও এই শেয়ারের দর হ্রাসের সম্ভাবনার কথা বলছেন কেউ কেউ। ফাইল ছবি: পিটিআই (Reuters)
6/6তবে এমন পরিস্থিতিতেও এই শেয়ারে বিনিয়োগের বিষয়ে আশাবাদী বিনিয়োগকারীদের একাংশ। দীর্ঘ মেয়াদের কথা ভেবে বিনিয়োগ করলে এই শেয়ারে ভাল রিটার্নের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা। ছবি : টুইটার (Reuters)