মাত্র ৪ মাসেই ২ টাকা থেকে বেড়ে ১০২ টাকা হয়ে গিয়েছে কাইসার কর্পোরেশনের শেয়ার।
1/5'কাইসার কর্পোরেশন' (Kaiser Corporation) ২০২১ সালের অন্যতম মাল্টিব্যাগার শেয়ার ছিল। গত ১ বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই শেয়ার। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5তবে ১ বছর আগে থেকেও নয়। মাত্র ৪ মাস বিনিয়োগ করা ব্যক্তিরাও এই শেয়ারে অভাবনীয় রিটার্ন পেয়েছেন। কেমন? (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (PTI)
3/5মাত্র ৪ মাস। তার মধ্যেই ২ টাকা থেকে বেড়ে ১০২ টাকা হয়ে গিয়েছে কাইসার কর্পোরেশনের শেয়ার। ফাইল ছবি : রয়টার্স (PTI)
4/5অর্থাৎ, মাত্র ৪ মাসেই কায়সার কর্পোরেশন লিমিটেডের শেয়ারগুলি শেয়ারহোল্ডারদের ৩,৪০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/5অর্থাত্ মাত্র ৪ মাস আগে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা রাখতেন, আজ তাঁর শেয়ারের মোট মূল্য দাঁড়াত প্রায় ৩৫ লক্ষ টাকা। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)