3/6এদিন সকালের প্রথম ঘণ্টায় সবচেয়ে লাভবান সংস্থা ছিল ইউপিএল। একলাফে ১৬ টাকা ৪০ পয়সা বা ২.৩ শতাংশ বেড়ে ইউপিএলের শেয়ারের দর গিয়ে দাঁড়ায় ৭৩০ টাকা ১৫ পয়সা।
4/6আজকে সকালে সবচেয়ে বেশি দাম কমে এশিয়ান পেন্টসের। এদিন এক ধাক্কায় ১৯২ টাকা ৯০ পয়সা বা ৬.৭২ শতাংশ পতন হয় এশিয়ান পেন্টসের শেয়ারের দামে। (ছবিটি প্রতীকী)
5/6এদিকে এদিন বাজারের সঙ্গে তাল মিলিয়ে নিম্নমুখী ছিল নিফটি মেটালও। তবে সব সেক্টরের মধ্যে ধাতুর সম্মিলিত সূচক সবচেয়ে ‘ভালো’ জায়গায় ছিল। সকালে ২১.৫৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ পতন হয় নিফটি মেটালের। এর জেরে নিফটি মেটালের সূচক গিয়ে ঠেকে ৬১৭৭.৭০ পয়েন্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
6/6সবচেয়ে বেশি পতন হয় নিফটি অটো সেক্টরে। যুদ্ধের আবহে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সম্মিলিত সূচক ৩৪৬.৪০ পয়েন্ট বা ৩.৩৮ শতাংশ পতন হয় সকালে। এর জেরে নিফটি অটোর সূচক গিয়ে ঠেকে ৯৯১৪.৭০ পয়েন্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)