Share Market Tips: বিগত কয়েকদিন ধরেই শেয়ার বাজারের গ্রাফ ক্রমেই অপ্রত্যাশিত ভাবে ওঠা নামা করেছে। এতে লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। এই আবহে আজ সপ্তাহের প্রথম দিন কোন কোন শেয়ারের উপর নজর রাখবেন বিনিয়োগকারীরা? রইল লাইভ মিন্টের ‘পরামর্শ’:
1/5জোমাটো: ভারতের অনলাইন খাদ্য বিতরণ প্ল্যাটফর্ম জোমাটো লিমিটেড সম্প্রতি জানিয়েছে যে এটি মুদি সামগ্রী সরবরাহ পরিষেবা সংস্থা ব্লিঙ্ক কমার্স প্রাইভেট লিমিটেডকে অধিগ্রহণ করবে। ৪৪.৪৭ বিলিয়ন টাকার বিনিময়ে (৫৬৮ মিলিয়ন ডলার) এই চুক্তি হয়েছে।
2/5আদানি এন্টারপ্রাইজেস: পোর্ট-টু-এনার্জি সমষ্টি আদানি গ্রুপ গুজরাটের মুন্দ্রায় তামা উৎপাদনে নেমেছে। কচ কপার লিমিটেড (কেসিএল) আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের (এইএল) একটি সহযোগী প্রতিষ্ঠান। দুই ধাপে এই সংস্থা বছরে ১ মিলিয়ন টন পরিশোধিত তামা উৎপাদন করবে। এর জন্য একটি গ্রিনফিল্ড কপার শোধনাগার প্রকল্প স্থাপন করছে কোম্পানিটি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
3/5অ্যাক্সিস ব্যাঙ্ক: অ্যাক্সিস ব্যাঙ্ক শুক্রবার বলেছে যে রিজার্ভ ব্যাঙ্ক রাজীব আনন্দকে অগস্ট ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের জন্য ডেপুটি এমডি হিসাবে পুনঃনিযুক্তির অনুমোদন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
4/5ডঃ রেড্ডি’স ল্যাব: ইন্ডিভায়র ইনকর্পোরেশন এবং অ্যাকিসেটিভ থেরাপিউটিকসের সঙ্গে একটি চুক্তি করেছে সংস্থাটি। যার ফলে ২০২৪ সালের মার্চের মধ্যে ৭২ মিলিয়ন ডলার (৫৬০ কোটি টাকা) পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)