নিম্নমুখী শেয়ারের পরিস্থিতি ‘সাময়িক’, দাবি করলেন গৌতম আদানি
Updated: 15 Feb 2023, 09:06 PM ISTআদানি কর্তা এদিন বলেন, বর্তমান বাজারের অস্থিরতাটা অস্থায়ী। বৃহত্ ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে আদানি গোষ্ঠী কাজ চালিয়ে যাবে। আরও সম্প্রসারণ ও বৃদ্ধির দিকে নজর দেওয়া হববে। এদিন সংস্থার তৃতীয়-ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশ করেন তিনি।
পরবর্তী ফটো গ্যালারি