বাংলা নিউজ >
ছবিঘর >
প্রাকৃতিক স্পা-য়ে মজে শেহনাজ, কাদায় মাখামাখি করে ছবি পোস্ট! দেখুন নায়িকার কাণ্ড
প্রাকৃতিক স্পা-য়ে মজে শেহনাজ, কাদায় মাখামাখি করে ছবি পোস্ট! দেখুন নায়িকার কাণ্ড
Updated: 04 Aug 2022, 06:37 PM IST
লেখক Priyanka Bose
ইনস্টাগ্রামে কাদা মাখামাখি অবস্থায় ছবি পোস্ট করে শেহনাজ লেখেন, ‘স্পা টাইম #অফ রোডিং’। নিজের গ্রামে গিয়েই এই কাণ্ড ঘটান নায়িকা।
1/8কাদায় মাখামাখি করে শুয়ে অভিনেত্রী শেহনাজ গিল। নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন একাধিক ছবি। মাড স্পা উপভোগ করতে দেখা গিয়েছে শেহনাজকে। ছবিতে কালো প্যান্ট এবং কালো টপ পরে দেখা মিলেছে তাঁর। (ছবি ইনস্টাগ্রাম)
3/8শেহনাজের শেয়ার করা এই ছবি দেখে আরও অনেক প্রশংসামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পোস্টে।
4/8২০১৫ সালে মিউজিক ভিডিয়ো 'শিব দি কিতাব'য়ের মাধ্যমে মডেলিংয়ের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন শেহনাজ। ২০১৭ সালে পাঞ্জাবি ফিল্ম ‘শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
5/8বিগ বস ১৩-এ অংশগ্রহণ করেছিলেন শেহনাজ। বাকি প্রতিযোগীদের শো-এ কড়া টক্কর দিয়েছিলেন তিনি। শো-এ তৃতীয় স্থান দখল করেন শেহনাজ।
6/8তাঁকে শেষ দেখা গিয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ‘মুঝসে শাদি কারোগে’ এবং রোমান্টিক কমেডি ফিল্ম ‘হনসলা রাখ’-এ। ‘হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২২’-এ সবচেয়ে স্টাইলিশ উদীয়মান মুখের তকমা পেয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল।
7/8‘হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২২’-এ পুরস্কার হাতে নিয়ে নেটমাধ্যমে দুটি ছবি পোস্ট করেছিলেন শেহনাজ। ক্যাপশনে জানিয়েছিলেন, অনেকগুলির মধ্যে এটাই প্রথম। এই সম্মানের জন্য হিন্দুস্তান টাইমসকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
8/8'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ' খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ‘কভি ইদ কভি দিওয়ালি’র সঙ্গে। সলমনের ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আগামীতে দেখা যাবে তাঁকে।