অনেকেই এই অসুখে আক্রান্ত হন। কিন্তু তাঁরা টের পান না। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন, এই প্রোসোপ্যাগনোসিয়ায় আপনিও আক্রান্ত হয়ে থাকতে পারেন?
1/12এক সময়কার জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক এবং বর্তমানে জনপ্রিয় YouTuber শেনাজ ট্রেজারি হালে জানিয়েছেন, তিনি এক জটিল অসুখে আক্রান্ত। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এসে তিনি জানিয়েছেন এই কথা। অসুখটির নাম প্রোসোপ্যাগনোসিয়া (Prosopagnosia)।
2/12কী এই অসুখ? শেনাজের কথায়, জন্ম থেকেই কোনও কোনও মানুষ এই Prosopagnosia রোগে আক্রান্ত হন। এর কোনও চিকিৎসা নেই। এটি ধরাও রীতিমতো কঠিন।
3/12শেনাজের বক্তব্য, এটি এমন একটি অসুখ, যাতে মানুষ পরিচিত মানুষের মুখ মনে রাখতে পারেন না। নিজের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে শেনাজ বলেছেন, তিনি মাঝে মধ্যে বেশ লজ্জিত বোধ করেন পরিচিত কারও গলার স্বর বা মুখ মনে রাখতে না পারার জন্য তাঁকে বহু বার এ জন্য অস্বস্তির মধ্যেও পড়তে হয়েছে।
4/12শেনাজের মতে, এটি একেবারেই মস্তিষ্কের সমস্যা। অনেকেই ভাবেন, তিনি হয়তো খুব উন্নাসিক বলে চিনতে পারছেন না। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। কী কী সমস্যা হতে পারে এর ফলে, তার একটি তালিকাও দিয়েছেন তিনি।
5/12মূলত ৫টি সমস্যার কথা বলেছেন শেনাজ। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
6/12১। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ করে দেখা হলে, বা তাঁর গলার স্বর শুনলে চিনতে না পারা। এটাই এই অসুখের প্রাথমিক লক্ষণ।
7/12২। টিভি বা সিনেমার চরিত্রদের চেনার ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়। দুই চরিত্রের চুলের কায়দা যদি এক রকম হয়, তাঁদের আলাদা করে চিনতে পারেন না শেনাজ। এমনই জানিয়েছেন তিনি।
8/12৩। প্রতিবেশী, সহকর্মীদের চেনার ক্ষেত্রে গণ্ডগোল হয় মারাত্মক পরিমাণে। এতে বোঝা যায় না, কোনটি কে।
9/12৪। রাস্তাঘাটে কারও সঙ্গে আচমকা দেখা হয়ে গেলে, বা কেউ ভদ্রতা করে দুটো কথা বললেও তাঁদের চেনা যায় না।
10/12৫। কেউ চুল কাটানোর পরে বা চুলের কায়দা পালটানোর পরে তাঁদের চেনা মুশকিল হয়ে যায়। এমনটাই বারবার ঘটে শেনাজের ক্ষেত্রে।
11/12তবে এই সমস্যা একা শেনাজের নয়। শোনা বহু মানুষই নাকি এই সমস্যায় আক্রান্ত হন। তাঁধের কেউ বুঝতে পারেন, কেউ বা বুঝতে পারেন না।
12/12এমনকী তালিকায় নাকি রয়েছে বহু বিখ্যাত ব্যক্তিত্বের নামও। তাঁদের এক জন হলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট। এমনই দাবি করেন অনেকে।