বাংলা নিউজ >
ছবিঘর >
Sheser Golpo: বিচ্ছেদের বহু বছর পর দেখা,OTT-তে 'শেষের গল্প' শোনাবেন সৌমিত্র-মমতা
Sheser Golpo: বিচ্ছেদের বহু বছর পর দেখা,OTT-তে 'শেষের গল্প' শোনাবেন সৌমিত্র-মমতা
Updated: 08 May 2022, 10:42 AM IST
লেখক Priyanka Bose
ওটিটিতে ফিচার ফিল্ম 'শেষের গল্প'। দুই মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর।
1/9অপেক্ষার অবসান। ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ মুক্তি পাচ্ছে 'শেষের গল্প'। ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রবীণ অমিত রায় এবং প্রবীণা লাবণ্যের মধ্যে একটি কাল্পনিক পুনর্মিলনের ওপর নির্ভর করে আবর্তিত ।
2/9সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর অভিনীত ছবির পরিচালনায় জিৎ চক্রবর্তী। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান, বিচ্ছেদের গল্প ফুটে উঠবে এই ছবিতে।
3/9বিচ্ছেদের বহু বছর পর 'অমিত রায়' (সৌমিত্র চট্টোপাধ্যায়) বন্ধু নরেন্দ্রকে নিয়ে কলকাতার কাছেই একটি বৃদ্ধাশ্রম চালান। কোনও এক সুন্দর সকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লাবণ্য দত্ত (মমতা শঙ্কর) সেখানে পৌঁছান।
4/9শেষ বয়সে এসে মুখোমুখি অমিত-লাবণ্য।
5/9আকাশ ও কুহু নামে এক তরুণ দম্পতির সমান্তরাল গল্পের সঙ্গে অমিত-লাবণ্যের গল্পের ধারা এগোবে। তাঁদের প্রেমের দীর্ঘ হারিয়ে যাওয়া অধ্যায়, কাল্পনিক পুনর্মিলনের উপর নির্ভর করেই আবর্তিত হয়েছে ছবির গল্প।
7/9অমিত এবং লাবণ্য হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্করের জুটি দর্শকের মনে কতটা দাগ কাটবে! স্বস্তিকা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে এই ছবি।