World leaders who were assassinated: শুক্রবার পশ্চিম জাপানে বক্তৃতার সময় প্রাক্তন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে প্রাণ হারান। বিশ্বব্যাপী বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ নেতারা নিরাপত্তা সত্ত্বেও মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন।
1/7শুক্রবার পশ্চিম জাপানে বক্তৃতার সময় প্রাক্তন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে প্রাণ হারান। বিশ্বব্যাপী বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ নেতারা নিরাপত্তা সত্ত্বেও মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ছবি: এডিটেড (Edited)
2/7বক্তৃতা শুরু করার কয়েক মিনিটের পরে পেছন থেকে গুলি। মাটিতে লুটিয়ে পড়েন ৬৭ বছরের শিনজো আবে। শুক্রবার নারার ঘটনায় স্তম্ভিত বিশ্ব। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সব চেষ্টা বিফলে যায়। তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। ছবি: রয়টার্স (Edited)
3/7১৯৮৪ সালে, ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর দুই নিরাপত্তারক্ষীর হাতে নিহত হন। ৩১ অক্টোবর সকালে তিনি দিল্লির ১ সফদরজং রোডে তাঁর সরকারি বাসভবন থেকে বের হয়েছিলেন। তাঁকে AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিত্সকরা তাঁরে মৃত ঘোষণা করেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সারা বিশ্বের মহিলাদের কাছে অনুপ্রেরণা ছিল। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ ছিল। শুনশান, নিশ্চুপ হয়ে গিয়েছিল গোটা ভারত। ছবি: টুইটার (Edited)
4/7ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তাঁর পুত্র রাজীব গান্ধী।১৯৮৯ সাল পর্যন্ত এই পদে ছিলেন। ১৯৯১ সালের ২১ মে, রাতে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছিলেন। সেখানে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারীর হাতে নিহত হন। ছবি: টুইটার (Edited)
5/7জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আইকনিক প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে তাঁকে হত্যা করা হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি ছিলেন। লি হার্ভে অসওয়াল্ড নামের একজন প্রাক্তন ইউএস মেরিনকে গ্রেফতার করা হয়। কিন্তু দুই দিন পর জ্যাক রুবি নামে অপর এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। ছবি: টুইটার (Edited)
6/7পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, ২৭ ডিসেম্বর ২০০৭-এ একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময়েই রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী হামলায় নিহত হন। লিয়াকতবাগে একটি সমাবেশে তাঁকে আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছিল। তাঁকে হত্যার দায় স্বীকার করেছিল তালিবান। ফাইল ছবি: এএফপি (Edited)
7/7১৯৭৫ সালের ১৫ অগস্ট ঢাকায় বাংলাদেশের প্রাণপ্রিয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। পরে, ১৯৭১ সালের এপ্রিলে, প্রধানমন্ত্রী হন। তার পরিবারের বেশিরভাগ সদস্যদেরও হত্যা করা হয়। এরপরেও, বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালের মে মাসে চট্টগ্রামে হত্যা করা হয়। ফাইল ছবি: ব্লুমবার্গ (Edited)