Microsoft job offer worth 50 lakh: মাইক্রোসফটে বছরে ৫০ লক্ষ টাকার চাকরির অফার পেলেন দেরাদুনের এক বিটেক পড়ুয়া। মধুর রাখেজা নামের ওই ছাত্র, দেরাদুন UPES ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউশনে পড়েন।
1/5মধুর জানিয়েছেন, তাঁর কাছে বেশ কয়েকটি বড় সংস্থার একটি তালিকা ছিল। তার মধ্যে কোনও একটিতে সে চাকরি পাবে বলে আশা করেছিল। মাইক্রোসফ্টও সেই তালিকায় ছিল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5অন-ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে তিনি এই অফার পান। মাইক্রোসফ্ট ছাড়াও তিনি অ্যামাজন, অপটাম, কগনিজেন্ট, ইনফোসিস এবং অন্যান্য একাধিক অন-ক্যাম্পাসিং এবং আউট-ক্যাম্পাসিং অফার পেয়েছেন। মাইক্রোসফটের বেঙ্গালুরুর অফিসে শীঘ্রই জয়েন করবেন তিনি। প্রতীকী ছবি: পিটিআই (Reuters)
3/5এর জন্য মাইক্রোসফটের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।মধুর জানান, অন্যান্য সমস্ত অফার ছেড়ে মাইক্রোসফটকে বেছে নেওয়ার পেছনে তাঁর বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তাঁকে ফ্লেক্সিবেল কাজের সময়ের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। সেই সঙ্গে মোটা টাকা বেতন, মাইক্রোসফ্টের শেয়ার, ইতিবাচক কাজের পরিবেশ ইত্যাদি কারণে এই সংস্থা বেছে নেন তিনি। ফাইল ছবি : ব্লুমবার্গ (Reuters)
4/5মধুর বলেন, 'আমার ছোটো থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল। আমার মতে, প্রযুক্তি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জীবনকে পাল্টে দেওয়ার এবং প্রভাবিত করার ক্ষমতা রাখে। আর সেই কারণেই আমি এমন বিশাল কিছুর অংশ হতে চেয়েছিলাম।' ফাইল ছবি: এএফপি (Reuters)
5/5প্রথমে তাঁকে অনেকে আপস্ট্রিম পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়ার পরামর্শ দিয়েছিলেন। তবে, মধুর শেষ পর্যন্ত কম্পিউটার নিয়েই পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)