Shraban Month 2022 Astrology: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসটা শিবের প্রতি সমর্পিত থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের শ্রাবণ মাসে একাধিক রাশির জাতকদের উপর সূর্যের আশীর্বাদ থাকে। তার ফলে বাকি শ্রাবণ মাসে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6গ্রহের রাজার কৃপায় শ্রাবণ মাসের বাকি দিনগুলি দারুণ কাটবে, হাতে আসবে টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/6বৃষ রাশি- কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় দারুণ কাটবে। আর্থিক অবস্থা ভালো হবে। আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে। দাম্পত্য জীবন সুখকর হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। মান-সম্মান বাড়বে।
3/6মিথুন রাশি- লেনদেনের জন্য ভালো সময় এটা। বিনিয়োগ করলে লাভবান হবেন। অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে। এই সময়টা মিথুন রাশির জাতকদের জন্য দারুণ কাটবে।
4/6কন্যা রাশি- ধনপ্রাপ্তির যোগ আছে। স্বভাবতই মজবুত হবে আর্থিক অবস্থা। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
5/6তুলা রাশি- তুলা রাশির জাতকদের জীবনে আনন্দ বাড়বে। উন্নতির পথ প্রশস্ত হবে। যাঁরা সরকারি চাকরির সন্ধানে আছেন, তাঁরা সুখবর পাবেন। দাম্পত্য জীবন সুখকর হবে। চাকরিতে পদোন্নতির যোগ আছে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে।
6/6মীন রাশি- যে মীন রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। পরিশ্রমের ফল মিলবে। সাফল্য লাভ করবেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে যোগ দেবেন। পারিবারিক জীবন সুখকর হবে।