4/8এদিন রোহনের জন্মদিনের পার্টিতে দেখা মিলল রণবীর সিংয়েরও। ফটোগ্রাফারদের জন্য খোশমেজাজে পোজ দিলেন তিনি। অন্যদিকে বার্থ ডে বয় (ডান দিকের ছবি) রোহন ব্লু ডেনিম, কালো টি-শার্ট এবং চেক শার্টে সেজেছিলেন।
5/8চলতি মাসের শুরুতেই মাসির ছেলের বিয়ের অনুষ্ঠানে মলদ্বীপে সপরিবারে হাজির ছিলেন শ্রদ্ধা। সেখানে নায়িকার পাশাপাশি দেখা মেলে রোহনেরও। যা ইঙ্গিত দিচ্ছে বিষয়টা আর শুধু প্রেম সম্পর্কে আটকে নেই।
7/8রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা, ইতিমধ্যেই শ্রদ্ধা এবং রোহনের সম্পর্কের সিলমোহর দিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওরা দুজন বিয়ে করতে রাজি থাকলে তিনি খুশি খুশি সব কিছু করবেন। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যত দূর আমি জানি, ওরা কলেজ জীবন থেকে বন্ধু। পাশাপাশি ওদের জুহুতে সাধারণ বন্ধুও রয়েছে। দুজনেই তাঁদের কর্মজীবনে ভালো কাজ করছে, তাই দুজনের একসঙ্গে থাকার যে কোনো সিদ্ধান্ত পরিণত এবং বুদ্ধিমানের হবে’।
8/8অন্যদিকে শক্তি কাপুর জানিয়েছেন, রোহন তাঁর পারিবারিক বন্ধু, রাকেশের ছেলে। এবং শ্রদ্ধার ব্যক্তিগত জীবন সম্পর্কে সব তথ্যই তাঁর কাছে রয়েছে। মা-বাবার অনুমতি ছাড়া কোনওদিনও বিয়ের সিদ্ধান্ত নেবেন শ্রদ্ধা।