Shravan Mash with Lord Shiva Blessing: আজ থেকে শুরু হল শ্রাবণ মাস। যে মাসটা ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে একাধিক রাশির জাতকদের উপর বিশেষভাবে মহাদেবের আশীর্বাদ থাকে। তাঁরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেন। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/4মহাদেবের আশীর্বাদে শ্রাবণ মাসটা হবে জীবনের সেরা সময়, লাভবান হবেন এই রাশির জাতকরা। (ছবি সৌজন্যে পিটিআই)
2/4বৃষ রাশি- শ্রাবণ মাসে অত্যন্ত লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। আয় বৃদ্ধি পায়। তার ফলে স্বভাবতই আর্থিক অবস্থা ভালো হবে। চাকরির ক্ষেত্রেও শুভ ফল লাভ করবেন। শ্রাবণ মাসে বৃষ রাশির জাতকরা নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ আছে। দীর্ঘদিন ধরে আটকে কাজ পূর্ণ হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁরাও শ্রাবণ মাসে ব্যাপক লাভবান হবেন। খুব ভালো কাটবে সময়।
3/4মিথুন রাশি- পুরো শ্রাবণ মাসে মিথুন রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ থাকে। ধনপ্রাপ্তি হবে মিথুন রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। তাঁদের ব্যবসার বহর আরও বাড়বে। সেইসঙ্গে বাড়বে মুনাফা। চাকরির ক্ষেত্রেও লাভবান হবেন মিথুন কাশির জাতকরা। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন
4/4কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের শ্রাবণ মাসটা দারুণ কাটবে। শ্রাবণ মাসে হাতে অর্থ আসবে। তার ফলে লাভবান হবেন কর্কট রাশি জাতকরা। আর্থিক অবস্থা ভালো হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজে অবশেষে গতি আসবে।