বাংলা নিউজ >
ছবিঘর > Share News: ১ লাখ টাকা বেড়ে ৮ কোটি! ৩০ টাকার শেয়ার এখন ২৫ হাজার টাকা
Share News: ১ লাখ টাকা বেড়ে ৮ কোটি! ৩০ টাকার শেয়ার এখন ২৫ হাজার টাকা Updated: 05 Apr 2022, 10:41 PM IST
Soumick Majumdar
বর্তমানে(৫ এপ্রিল ২০২২) শেয়ার দর ২৫,১০০ টাকা।
1/7 শ্রী সিমেন্টের স্টকে অসাধারণ রিটার্ন। গত কয়েক বছরে বিনিয়োগকারীদের ৮১০০০%-এরও শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই শেয়ার। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (PTI) 2/7 এক সময় এই শেয়ারই ছিল মাত্র ৩০.৩০ টাকার করে। বর্তমানে এই শেয়ারের দাম ২৫,০০০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI) 3/7 ৬ জুলাই ২০০১-এ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে(NSE) শ্রী সিমেন্টের শেয়ার দর ৩০.৩০ টাকা ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (PTI) 4/7 ৫ ডিসেম্বর, ২০০৮-এ শ্রী সিমেন্টের শেয়ার দর ছিল ৩৪৯.২০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স ) (PTI) 5/7 বর্তমানে(৫ এপ্রিল ২০২২) শেয়ার দর ২৫,১০০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI) 6/7 গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছিল ৩২,০৪৮ টাকা। এই সময়পর্বে নিম্নতম দর ছিল ২১,৬৫০ টাকা। ফাইল ছবি : রয়টার্স (PTI) 7/7 ফলে হিসাব অনুযায়ী, ২০০১-এ যদি কেউ এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে বর্তমানে তাঁর শেয়ারের মূল্য দাঁড়াবে ৮.১ কোটি টাকা। ফাইল ছবি : পিটিআই (PTI) গ্যালারির বাকি অংশ দেখুন অন্য গ্যালারিগুলি