বাংলা নিউজ >
ছবিঘর >
সপ্তমীর দিন ম্যাচিং পোশাকে ধরা দিলেন শ্রুতি-স্বর্ণেন্দু, নজর কাড়লেন নেটিজেনের
সপ্তমীর দিন ম্যাচিং পোশাকে ধরা দিলেন শ্রুতি-স্বর্ণেন্দু, নজর কাড়লেন নেটিজেনের
Updated: 13 Oct 2021, 10:36 AM IST
লেখক Priyanka Bose
- প্রেমিকের সঙ্গে ম্যাচিং করে পোশাক শ্রুতির। নজর এড়ায়নি নেটিজেনের। দেখুন টেলি দম্পতির সপ্তমী লুকের ছবি-
1/6‘দেশের মাটি’ দিয়েই জনপ্রিয় শ্রুতি দাস। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে নোয়ার ভূমিকায় তাঁর অভিনয় মন কেড়েছে সকলের। দুর্গাপুজোয় চুটিয়ে ঘুরছেন শ্রুতি। সেই ছবি শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়া দেওয়ালে। (ছবি ইনস্টাগ্রাম)
2/6মহামপ্তমীর দিন প্রেমিক তথা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গেই কাটিয়েছেন শ্রুতি। একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে শেয়ার করেছেন।
3/6এদিন শ্রুতিকে কালো-লাল শাড়িতে দেখা গেছে। শাড়ি পরে বাঙালি সাজে ধরা দিয়েছেন তিনি।
4/6এদিন অবশ্য শ্রুতি এবং স্বর্ণেন্দুকে ম্যাচিং পোশাকে দেখা গেছে। কালো পাঞ্জাবির উপর লাল রঙের ডিজাইনার পোশাকে ধরা দিয়েছেন পরিচালক।
5/6টেলি তারকা জুটির সপ্তমীর লুক বেশ নজর কেড়েছে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে শ্রুতি কখনোই লুকোছাপ করেননি।
6/6মহাসপ্তমীর সাজে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
অন্য গ্যালারিগুলি