বাংলা নিউজ >
ছবিঘর >
Lucky Zodiac Signs till 13 th July: আটকে থাকা হাতে পাবেন, শুরু করতে পারেন নতুন কাজ! জ্যাোতিষমতে কারা ভাগ্যবান?
Lucky Zodiac Signs till 13 th July: আটকে থাকা হাতে পাবেন, শুরু করতে পারেন নতুন কাজ! জ্যাোতিষমতে কারা ভাগ্যবান?
Updated: 13 Jun 2022, 06:14 PM IST
লেখক Sritama Mitra
আগামী ১৮ জুন রাশি পরিবর্তন করছে শুক্র। তারপর তার প...
more
আগামী ১৮ জুন রাশি পরিবর্তন করছে শুক্র। তারপর তার প্রভাব ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন রাশিতে থাকতে চলেছে। একাধিক রাশিতে তার প্রভাব পড়বে। ১৮ জুন স্বরাশি বৃষে প্রবেশ করবে শুক্র। তারফলে কোন কোন রাশি প্রভাবিত হবে দেখে নেওয়া যাক।
1/8জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে শুক্রের। একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে। যার প্রভাব ১২ টি রাশিতে পড়তে থাকে। যদি কারোর জন্মকোষ্ঠীতে শুক্রের শুভ স্থান থাকে, তাহলে তা খুবই ভাল সেই ব্যক্তির পক্ষে।। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8আগামী ১৮ জুন রাশি পরিবর্তন করছে শুক্র। তারপর তার প্রভাব ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন রাশিতে থাকতে চলেছে। একাধিক রাশিতে তার প্রভাব পড়বে। ১৮ জুন স্বরাশি বৃষে প্রবেশ করবে শুক্র। তারফলে কোন কোন রাশি প্রভাবিত হবে দেখে নেওয়া যাক। (ছবিটি প্রতীকী)
3/8মেষ- বৃষ রাশিতে শুক্রের গোচরের লাভ আসতে চলেছে। শুক্রের গোচর আপনার আর্থিক স্থিতি আরও উন্নত করবে। ব্যবসা ভাল হবে, ব্যবসায় আসবে গতি। বহু দিন ধরে আটকে থাকা টাকা এবার পাবেন। পার্টনারের সহযোগিতা পেতে থাকবেন।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/8বৃষ- শুক্রের গোচর আপনার আর্থিক পরিস্থিতি তুঙ্গে রাখবে। আপনি পাবেন টাকা। সুযোগ আসবে আর্থিক বৃদ্ধির। চাকরিরতরা আগের থেকে অনেক বেশি আয় বৃদ্ধি করে নিতে পারবেন। এই সময়ে নতুন কাজ শুরু করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/8কর্কট- ১৮ জুনের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সময় ভাল কাটবে। কর্মক্ষেত্রে করতে পারবেন উন্নতি। বৃদ্ধি হবে আয়ের। পদোন্নতি হবে। ব্যবসায়ীরা মুনাফার মুখ দেখবেন। আর্থিক লাভ হবে। ধন সঞ্চয় করতেও লাভ হবে। সুখ ও সুবিধাতে বৃদ্ধি হবে। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
6/8সিংহ- চাকরিতে পরিবর্তনের আশায় যাঁরা বসে রয়েছেন সেই সমস্ত সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি খুবই ভাল। যাঁরা চাকরির খোঁজ করছেন তাঁদের ভাল সময় কাটবে। এই সময়কালে পরিশ্রমের পুরো ফল পাবেন আপনারা। ব্যবসায়ীদের জন্য দারুন ভাল সময় আসছে। অংশিদারির ব্যাবসায় পাবেন সাফল্য।
7/8কন্যা- কন্যা রাশির জাতক জাতিকাদেরও এই সময় ভাগ্যোদয় হবে। শুরু হবে নতুন কাজ। পাবেন পৈতৃক সম্পত্তি। আইনি মোকদ্দমায় সাফল্য আসবে। (ছবিটি প্রতীকী)
8/8বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুক্রের গোটরে প্রবল লাভবান হবেন। সৌভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায় হবে লাভ। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে হতে পার সাক্ষাৎ।