যদি বাড়ির একটি কোণে তিনটি টিকটিকিকে একসঙ্গে দেখেন তাহলেও বুঝত হবে যে সেই বাড়িতে আসবে টাকা। সেখান মা লক্ষ্মীর অবাধ বিচরণ হয় বলে মনে করা হয়। ফলে এই লক্ষণটিও বাড়িতে টাকা পয়সা আসার লক্ষণ। বলছে জ্যোতিষশাস্ত্র।
1/4কথায় বলে অর্থ, সম্পত্তি এলেই সব সুখ আসে না। একথা যেমন খাঁটি, তেমনই বাস্তব সত্য এও বলে যে জীবনের ন্যূনতম প্রয়োজনে অর্থের প্রয়োজনও থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যায় যে বাড়িতে অর্থের আগমন হবে কি না। মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করছেন তা বোঝা যায় কয়েকটি চিহ্ন দেখলেই। বলছে জ্যোতিষশাস্ত্র। একনজরে দেখে নেওয়া যাক এই চিহ্নগুলি।
2/4বাড়িতে যদি খুব কালো পিঁপড়ে বেড়ে যায়, তাহলে বুঝতে হবে সুসময় আসছে। এই লক্ষণ থেকেই বোঝা যায় যে বাড়িতে অর্থের আগমন হবে। বলছে জ্যোতিষ টিপস। এছাড়াও যদি বাড়িতে পায়রার বাসা হয় তাহলে বুঝতে হবে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আসবে। আর তার সঙ্গেই আসবে অর্থ।(ছবিটি প্রতীকী)
3/4যদি বাড়ির একটি কোণে তিনটি টিকটিকিকে একসঙ্গে দেখেন তাহলেও বুঝত হবে যে সেই বাড়িতে আসবে টাকা। সেখান মা লক্ষ্মীর অবাধ বিচরণ হয় বলে মনে করা হয়। ফলে এই লক্ষণটিও বাড়িতে টাকা পয়সা আসার লক্ষণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4এছাড়াও বাড়ির তুলসী মঞ্চের আশপাশে যদি টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়, তাহলেও বুঝতে হবে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। ফলে সম্পত্তি ও টাকা কড়ি উত্তরোত্তর বেড়ে যেতে পারে।(ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)