1/9ডিসেম্বরের পয়লা তারিখেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন গায়িকা মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। দীর্ঘদিনের প্রেমিক অর্কপ্রভ চৌধুরীর সঙ্গে সাত পাক ঘুরলেন গায়িকা। এদিন রিজেন্ট পার্কের একটি বিলাসবহুল ভিলায় বসেছিল এই বিয়ের আসর। (ছবি-ফেসবুক)
2/9চারিদিকেই এখন বিয়ের সানাই। বলিউডের পাশাপাশি পিছিয়ে নেই টলিউডও। মেখলার বিয়ের খবর সামনে আসবার পর থেকেই এক্সাইটেড ছিল অনুরাগীরা। কনের সাজে পছন্দের গায়িকাকে দেখে উচ্ছ্বসিত সকলে।
3/9বিয়েতে ট্র্যাডিশ্যানাল বাঙালি কনের সাজে পাওয়া গেল না মেখলাকে। বরং একটু টুইস্ট দিয়েই সাজলেন তিনি। জীবনের এই খাস দিনে বেনারসি নয়, লেহেঙ্গা বেছে নিয়েছেন গায়িকা। গাঢ় লাল লেহেঙ্গা-চোলি আর সোনার গয়নায় ঝলমলে কনে। বরই নতুন বউয়ের সঙ্গে মিল রেখেই সাজলেন মেরুন শেরওয়ানিতে।
4/9নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে এদিন হাজির ছিল টলিপাড়ার একঝাঁক সদস্য। পৌঁছেছিল মিউজিক দুনিয়ার পরিচিত নামেরা। রণজয় ভট্টাচার্য, শিলাদিত্য মৌলিকদের দেখা মিলল মেখলার বিয়ের আসরে।
5/9মেখলার স্বামী আইআইএম লখনউ থেকে পড়াশোনা করেছে। শিলিগুড়ির ছেলে, কর্পোরেট সংস্থায় কর্মরত। বিদেশে থাকে। গত অগস্টেই নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন মেখলা, কিন্তু আট বছর ধরে প্রেমের বাঁধনে জড়িয়ে রয়েছেন মেখলা-অর্কপ্রভ।
7/9করোনা কাঁটা হতে না বিঁধলে আরও আগেই বিয়েটা সেরে ফেলতেন মেখলা। অতিমারির জন্য নিমন্ত্রণের তালিকাটা অনেকটা ছোট করতে হয়েছে, তাই কিছুটা মন খারাপ গায়িকার। বিয়ের পর কলকাতাতে বসবে রিসেপশনের আসরও, এরপর শিলিগুড়িতেও হবে দ্বিতীয় রিসেপশন।
8/9বছর কয়েক আগে জি বাংলা-র রিয়্যালিটি শো সারেগামাপা-র সুবাদে রাতরাতি স্টার তকমা পেয়েছিলেন মেখলা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ের গানের গলা মুগ্ধ করে সকলকে। এদিন সারেগামাপা পরিবারের সদস্যরাও হাজির ছিল এই বিয়েতে।
9/9সবার আর্শীবাদ আর ভালোবাসা নিয়েই নতুন জীবনের পথে পা বাড়াল মেখলা-অর্কপ্রভ।