Updated: 18 May 2022, 01:41 PM IST
লেখক Priyanka Bose
‘আকরিক’ ছবি দিয়ে বহুদিন পরে টলিউডে কামব্যাক করছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যৌথ পরিবার এবং ভেঙে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে বড়পর্দায় আসছে এই নতুন বাংলা ফিচার ফিল্ম ।
1/9একজন সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এক ৭৫-এর বৃদ্ধ এবং বছর ১০-এর ছেলের বন্ধুত্বের গল্প। আসছে নতুন ফিচার ফিল্ম ‘আকরিক’। পরিচালকে আসনে তথাগত ভট্টাচার্য।
2/9ঐতিহ্যগত যৌথ পরিবার কাঠামোর অধীনে বেড়ে উঠেছেন বছর ৭৫-এর এক বৃদ্ধ ব্যক্তি। এ দিকে সিঙ্গেল মাদারের কাছে মানুষ বছর ১০-এর এক ছেলে। দু-জনে আলাদা পারিবারিক কাঠামো থেকে। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে।
3/9এই ছবি দিয়েই বহুদিন পর রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ২০০১ সালে পরিচালক তথাগতর প্রথম ছবি ‘অন্তর্ঘাত’-এ অভিনয় করেছিলেন ভিক্টর। ফের তথাগতর ছবি দিয়েই বহুদিন পর টলিউডে কামব্যাক করছেন অভিনেতা।
4/9ছবি প্রসঙ্গে পরিচালক তথাগত বলেছেন, ‘যুগে যুগে বাঙালি পরিবারের ভাঙন নিয়ে কথা বলার একটি প্রয়াস। ঐতিহ্যবাহী যৌথ পরিবার কাঠামো আদপেই ভেঙে যাচ্ছে এবং আজ তা একক অভিভাবকত্বে পরিণত হয়েছে। সংকটে পরিণত হওয়ার মতো কি?'
5/9পরিচালক আরও বলেন, 'আমরা কি আমাদের শিকড় থেকে আরও দূরে সরে যাচ্ছি? আমি এই ছবির মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস সারা বিশ্বের মানুষ এই ছবির সঙ্গে সংযুক্ত হতে পারবেন।’