India has banned manufacture, import, stocking, distribution, sale and use of identified single-use plastic items. আজ থেকেই প্লাস্টিক ব্যান হয়ে গেল। বিকল্পের ব্যবস্থা করে নিন, নয়তো বিপদে পড়বেন। আগামী প্রজন্মের স্বার্থে ও পরিবেশ বাঁচাতে এইটুকু অসুবিধা সহ্য করে নিতে হবে আমাদের।
1/5 যে কোনও জন্মদিনে গেলেই আমরা পেতাম প্লাস্টিকের কাপ, ডিশ, কাঁটা, চামচ। সেই দিন অবশ্য শেষ কারণ এগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
<
2/5 মিষ্টির বাক্স, সিগারেটের প্যাকেটের ওপর যে প্লাস্টিকের একটা আস্তরন থাকে, সেটা এবার থেকে নিষিদ্ধ হল। বিকল্পের ব্যবস্থা করতে হবে প্রস্তুতকারকদের।
<
3/5 কান খোঁচানোর জন্য যে ইয়ার বাডস ব্যবহার করা হয়, সেখানে কাঠিটি হয় প্লাস্টিকের। তাই সেটিও ব্যান হয়ে গিয়েছে।
<
4/5 প্লাস্টিকের স্ট্র, কাঠি ইত্যাদি সবকিছুই এখন নিষিদ্ধ। সে বেলুন হোক বা কোল্ড ড্রিংক্স, এবার থেকে বিকল্পের খোঁজ করতে হবে।
<
5/5 বাড়িতে নানান কাজে লাগে থার্মোকোল। এবার সেটাও চলে গেল নিষিদ্ধের তালিকায়।
<