Best Shares 2022: আদানি গ্রুপের ব্যবসার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন সংস্থার শেয়ার দর। গত এক বছরে গৌতম আদানির মোট সম্পদ বেড়েছে ঠিকই। তবে তাঁর সংস্থার শেয়ার বিনিয়োগকারীরাও কিন্তু কম মুনাফা করেননি। এক নজরে দেখে নিন গত ৬ মাসের সেরা ৬টি শেয়ার।
1/8গৌতম আদানির ক্ষুরধার ব্যবসায়িক বুদ্ধির প্রভাব। হু-হু করে বেড়েছে আদানি গোষ্ঠীর ব্যবসা। আর সেই সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। এক নজরে দেখে নিন আদানি গ্রুপের সবচেয়ে ভালো পারফর্ম করা শেয়ারগুলির বিষয়ে। ছবি সূত্র: রয়টার্স ও আদানি গ্রুপ (Reuters & Adani Group)
2/8আদানি পাওয়ার লিমিটেড: YTD হিসাবে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। আদানি পাওয়ারের শেয়ার চলতি বছর ১৬৮% রিটার্ন দিয়েছে। ৩ জানুয়ারি আদানি পাওয়ারের শেয়ার বিএসইতে ১০১.৩০ টাকায় ছিল। শুক্রবার, ৮ জুলাই, স্টকটি ২৭১.৪০ টাকায় ক্লোজ হয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & Adani Group)
3/8আদানি উইলমার লিমিটেড: এই তালিকার দুই নম্বরে রয়েছে আদানি উইলমার। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আদানি উইলমার। সেই থেকে শেয়ারটি ১২১% রিটার্ন দিয়েছে। ৮ ফেব্রুয়ারি BSE-তে স্টকটি ২৬৫.২০ টাকায় ছিল। এদিকে ৮ জুলাই শুক্রবার স্টকটি ৫৮৭.৯০ টাকায় ক্লোজ হয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & Adani Group)
4/8আদানি ট্রান্সমিশন লিমিটেড: আদানি ট্রান্সমিশনের শেয়ার YTD-তে ৪৮% রিটার্ন দিয়েছে। এই সময়পর্বে, শেয়ারটি ১,৭২৪.৮৫ টাকা থেকে বেড়ে ২,৫৪৬.২৫ টাকা হয়ে গিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & Adani Group)
5/8আদানি টোটাল গ্যাস লিমিটেড: আদানি টোটাল গ্যাস লিমিটেডের শেয়ার চলতি বছর এখনও পর্যন্ত ৪৫.৬৬% রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে, স্টকটি ১,৭৪৪.৭০ টাকা থেকে বেড়ে ২,৫৪১.৩৫ টাকায় হয়ে গিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & Adani Group)
6/8আদানি গ্রিন এনার্জি লিমিটেড: আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার ২০২২ সালে এখনও পর্যন্ত ৪২.৬১% রিটার্ন দিয়েছে। এই সময়পর্বে, স্টকটি ১,৩৪৭ টাকা থেকে বেড়ে ১,৯২০.৯০ টাকা হয়ে গিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & Adani Group)
7/8আদানি এন্টারপ্রাইজ লিমিটেড: এই শেয়ারগুলি ২০২২ সালে এখনও পর্যন্ত ৩৩.৫৮% রিটার্ন দিয়েছে। এই সময়ে, স্টকটি ১,৭১৬.৬০ টাকা থেকে বেড়ে ২,২৯৩.০৫ টাকা হয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & Adani Group)