ক্রিকেটার না হলে অন্য খেলাতে অনায়াসে প্রতিষ্ঠিত হতে পারতেন পাঁচজন তারকা, একজন ক্রিকেট ছেড়ে টেনিসের বিশ্বসেরা হয়ে ওঠেন।
1/6স্যার ভিভ রিচার্ডস ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি ১৯৭৪ সালে অ্যান্টিগার হয়ে ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়ারে মাঠে নেমেছেন। ছবি- গেটি।
2/6পেশাদার ক্রিকেটার হওয়ার আগে যুজবেন্দ্র চাহাল অত্যন্ত দক্ষ দাবাড়ু ছিলেন। জুনিয়র পর্যায়ে দেশের হয়ে প্রতিনধিত্বও করেছেন তিনি। ২০০২ সালে তিনি কলকতায় অনূর্ধ্ব-১১ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেতাব জেতেন। পরের বছরে গ্রীসে অনূর্ধ্ব-১২ বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন চাহাল। ছবি- এপি।
3/6বর্তমান সময়ের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার এলিস পেরি দেশের হয়ে ফুটবলও খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নেমেছেন তিনি। পেরি দেশের অন্যতম সেরা দু'টি ক্লাব ক্যানবেরা ইউনাইটেড ও সিডনি এফসির হয়েও ফুটবল খেলেছেন। ছবি- গেটি।
4/6জন্টি রোডস ক্রিকেটের পাশাপাশি হকিতেও দক্ষ ছিলেন। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার হকি দলে ডাক পেয়েছিলেন জন্টি। অলিম্পিক্সের জন্য নির্বাচিতও হয়েছিলেন। যদিও শেষমেশ অলিম্পিয়ান হওয়া হয়নি। ছবি- টুইটার।
5/6তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী অ্যাশলে বার্টি টেনিসে বিশ্বের এক নম্বর হওয়ার আগে ক্রিকেট খেলেছেন বেশ কিছুদিন। তিনি ব্রিসবেন হিটের হয়ে মেয়েদের বিগ ব্যাশ লিগেও মাঠে নামেন। তবে বাকিদের সঙ্গে বার্টির তফাৎ হল এই যে, অন্যরা ক্রিকেটকে বেছে নেন শেষমেশ। বার্টি সেখানে ক্রিকেট ছেড়ে টেনিসে মনোনিবেশ করেন। ছবি- রয়টার্স।
6/6কিংবদন্তি ইয়ান বোথাম ক্রিকেটের পাশাপাশি দীর্ঘদিন ফুটবল খেলেছেন। তিনি ইয়োভিল ইউনাইটেড ও স্কুনথর্প ইউনাইটেডের হয়ে ফুটবল খেলেন। পরে তিনি স্কুনথর্পের সভাপতিও নিযুক্ত হন। ছবি- গেটি।