বাংলা নিউজ >
ছবিঘর >
Rice water benefits for Skincare: ভাতের মাড় এভাবে মাখলে ত্বক হবে আরও ধবধবে! কীভাবে ব্যবহার করবেন জানুন
Rice water benefits for Skincare: ভাতের মাড় এভাবে মাখলে ত্বক হবে আরও ধবধবে! কীভাবে ব্যবহার করবেন জানুন
Updated: 04 May 2022, 06:07 PM IST
লেখক Sritama Mitra
ধবধবে পরিষ্কার ত্বক পেতে প্রসাধনী নয়, বরং ঘরোয়া উপায়ে এইভাবে তৈরি করুন ক্লিনজার , টোনার। এতে ফিরবে ত্বকের হারানো জেল্লা। ত্বক হবে উজ্জ্বল।
1/6ত্বকের যত্নে অনেকেই নানান ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। ত্বকের দাগ ছোপ সরিয়ে আরও উজ্জ্বলতা বাড়াতে কে না পছন্দ করেন! এজন্য বহু মহিলাই বাজারে আসা নানান স্কিন কেয়ার প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে প্রসাধনী অনেক সময়ই ত্বকের যত্নে সেভাবে কার্যকরী ফল দেয় না। আর এখানেই ঘরোয়া টোটকা ত্বকের যত্নে হিট! ধবধবে ফর্সা ত্বক পেতে এক বিশেষ ঘরোয়া টোটকা দেখে নিন।
2/6জাপানে মহিলারা ত্বকের যত্নে ভাতকে খুবই গুরুত্ব দেন। চালের ধোয়া জল বা ভাতের মাড় বিভিন্নভাবে ব্যবহার করেন। আর ত্বক পরিচর্যার ক্ষেত্রে তা খুবই উপকারি বলে বিবেচিত হয়। তবে গরম গরম ভাতের মাড় কিন্তু ত্বকে দেবেন না। এতে ত্বকে বিরূপ প্রভাব পড়বে। জেনে নিন কীভাবে ভাতের মাড় ব্যবহার করলে ত্বক পায় ধবধবে রঙ।
3/6কীভাবে ব্যবহার করবেন ত্বকের জন্য ভাতের মাড়? কাঁচা চাল ধুয়ে নেওয়ার জল বা ভাতের মাড় ত্বকের জন্য ভাল। ফলে ভাত ঝরিয়ে নেওয়া জল বা ভাতের মাড় ঠাণ্ডা হলে স্বাভাবিক তাপমাত্রায় ১২ থেকে ২৪ ঘণ্টা রেখে দিন। তারপর তা লাগিয়ে নিন মুখে। যাতে এর সমস্ত গুণ ত্বকে যায় ভাল করে তার জন্য এমন প্রক্রিয়া অবলম্বন করতে পারেন।
4/6টোনার হিসাবে ব্যবহার- চার ঝরানো জল বা ভাতের মাড়কে জলে গুলে পাতলা করে নিন। এরপর মিশ্রণে দিন গোলাপ জল। এরপর তা ত্বকে লাগিয়ে নিন। এটি দারুন টোনার হিসাবে কাজ করবে।
5/6ক্লিনজার হিসাবে কীভাবে কাজ করবে? ভাতের মাড় ঠাণ্ডা করে রেখে তা মুখে লাগিয়ে নিন। এটি ঘড়ির কাঁটার মতো করে গালের দুপাশে ১০ একে ১৫ মিনিট ঘষে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
6/6ফেস সিরাম বানিয়ে নিন- ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে দিন অ্যালেভেরা জেল। এতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন, তারপর তা মিশিয়ে নিন। এরপর একটি বোতলে নিয়ে তা ভাল করে ঝাঁকিয়ে নিন। আর তারপর তা মুখে লাগিয়ে নিন। এতেই পাবেন কাঙ্খিত পরিষ্কার ধবধবে ত্বক।