Small Savings Schemes Interest Rates Hiked: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৩০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়াল কেন্দ্র। পোস্ট অফিসে তিন বছরের ডিপোজিট প্রকল্প, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বাড়ানো হল। কোন কোন স্কিমে সুদের হার কত থাকছে, তা দেখে নিন -
1/4সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ছিল চার শতাংশ। এক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত আছে। এক বছরের ডিপোজিটে সুদের হার থাকছে ৫.৫ শতাংশ। দুই বছরের ডিপোজিটে সুদের ৫.৭ শতাংশ থাকছে। তিন বছরের ডিপোজিটে সুদের হার বেড়ে করা হল ৫.৮ শতাংশ। যা দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৫ শতাংশ ছিল। পাঁচ বছরের ডিপোজিটেও সুদের হার অপরিবর্ত আছে - ৬.৭ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/4সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বাড়ানো হয়েছে সুদের হার। তৃতীয় ত্রৈমাসিকে ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। যা আপাতত ৭.৪ শতাংশ আছে।পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার অপরিবর্তিত থাকছে - ৫.৮ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে (এমআইএএস) ৬.৭ শতাংশ হারে সুদ মিলবে। যা আগে ছিল ৬.৬ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/4ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে অবশ্য সুদের হার অপরিবর্তিত আছে। ৭.১ শতাংশ হারেই সুদ পাবেন আমানতকারীরা। কিষান বিকাশপত্রে সুদের হার বাড়তে চলেছে। আপাতত ৬.৯ শতাংশ হারে (১২৪ মাসে মেয়াদ শেষ হচ্ছে) সুদ পাচ্ছেন আমানতকারী। তৃতীয় ত্রৈমাসিকে তা বেড়ে হচ্ছে সাত শতাংশ। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে অবশ্য সুদের হার অপরিবর্তিত থাকছে - ৭.৬ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4উল্লেখ্য, চলতি বছরের মে থেকে একাধিকবার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তার ফলে তার ফলে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। এবার কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেও বাড়ল সুদের হার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)